মোহাম্মদ রেজওয়ান আলী,
বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা উপলক্ষে জনসমাবশ করা হয়েছে বলে জানা যায়।
বিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২নং রাইচ মিল চত্বর শনিবার বিকেলে (২৮ জানু:) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভজ কবীরের সঞ্চালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা,সাবেক মন্ত্রীও দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা,সাবেক এম,পি আজিজুল হক চৌধুরী,সাবেক এম,পি আব্দুল লতিফ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সহ প্রমূখগন উপস্থিত ছিলেন।