https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 30 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর পৌরসভার ২৪-২৫ অর্থবছরের প্রায় ৮৩ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

admin
June 30, 2024 11:53 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভার নানামুখী প্রতিশ্রুতি দিয়ে টেকসই উন্নয়নের লক্ষে বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৮৩ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন রবিবার দুপুর ১২টার দিকে শেরপুর পৌরসভা মিলনায়তনে উপস্থিত গনমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন।

পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। বাজেটে নিজস্বখাত, হাট ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি ৫০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) ও মিউনিসিপ্যাল গভর্ন্যান্স প্রকল্প (ও এন্ড এম) ৫  কোটি ও মিউনিসিপ্যাল গভার্নেস সার্ভিসেস প্রজেক্ট এমজিএসপি থেকে ৬৫ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ২ কোটি টাকা ও কোভিড-১৯ ও রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

ঘোষিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন বলেন, ২০২১ সালে আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে পৌরসভার পরিচালনার জন্য নির্বাচিত করেছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া পৌরসভার একদিন পূর্বে ঘোষিত শেরপুর পৌরসভা অনেক প্রাচীনতম পৌরসভা হিসেবে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে ১৯৯৯ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে। শেরপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা মাফিক কর্মযজ্ঞ চালানো হচ্ছে। বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে আবারও এমজিএসপি প্রকল্পের চিঠি পেয়েছি।

ইতিমধ্যেই এডিপির অর্থায়নে ১০ প্রকল্প গ্রহনের টেন্ডার আহবান করেছি। তবে অচিরেই বরাদ্দ সাপেক্ষে পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, হাট-বাজার ব্যবস্থার আধুনিকায়নের জন্য সপিং মল ছাড়াও অভূত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি।

অধিবেশন পৌর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান নূরে আলম সানি, কাউন্সিলর ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রয়েল হোসেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শেরপুর পৌরসভার উন্নয়ন কর্মকান্ড নিয়ে নানা সমস্যাভিক্তিক প্রশ্ন উপস্থাপন হয় বিশেষ করে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নের বিষয়ে কাজ করার অনুরোধ জানানো হয় বলে জানা যায়। এছাড়াও নাগরিকদের মধ্যে আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান পৌরসভার নানাবিধ সমস্যা চিহ্নিত করে বক্তব্য রাখেন।

এসময় প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়ে পৌর ভারপ্রাপ্ত মেয়র নাজমুল আলম খোকন নানা প্রশ্নের উত্তর দেন। উক্ত বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, কাউন্সিলর করুনা রানী  ঘোষ, শুভ ইমরাম, ফারুক ফয়সাল, নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশীদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।