এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রাম পর্যন্ত ১ কিঃ মিঃ কার্পেটিং রাস্তা কাজ এলজিইডির প্রধান প্রকৌশলীর নিকট হতে নিয়ে আসেন অত্র গ্রামের কৃত সন্তান লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট।
মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর ডাক্তারবাড়ীতে রাস্তার কাজ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, বগুড়া শহর আওয়ামীলীগের সদস্য মো. ফারুক খান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান মেহেদী হাসান রাজিব, ঠিকাদার মামুন,
আওয়ামীলীগনেতা জাহিদুর রহমান, শাহিন খান, নজরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (বাদল), উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম বাবু কবিরাজ সহ অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন ও গ্রামে বিদ্যুৎ আনায়নে সহ ব্যাপক অবদান অব্যাহত রখেছেন।
