এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালুর শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির উদ্যোগে শিখন ঘাটতি পূরণে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালুর শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীতলাই দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেক ডাঃ বোরহান উদ্দিন সম্রাট,
শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোছা. মাসুদা খানম, সহ-সভাপতি রোস্তাম আলী, এস.এম.সির সদস্য পি এম রেজাউল করিম, রহিমা আকতার (লাভলী), নাহার বানু, অরেসিন, সাইফুল ইসলাম সেলিম, জিল্লাল মন্ডল, কে এম আকতার জাহান, শিক্ষক প্রতিনিধি সদস্য মোক্তার আলী, সূধীজনের মধ্যে আলহাজ্ব ময়েজ উদ্দিন,
আলহাজ্ব মোহাম্মাদ আলী, আব্দুল করিম (গোফ্ফার), জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভা শেষে অত্র বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ফান্ডে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক।