এম,এ রাশেদ,
বগুড়ার কাহালু রেলওয়ে বটতলায় দলীয় কার্যালয়ে বুধবার(২৮ শে সেপ্টেম্বর) জাতীয় পার্টির কাহালু উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো. দিলবর রহমান। জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি বগুড়া জেলা কমিটির আহবায়ক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) আসনের আগাম মনোনয়নপ্রাপ্ত শাহীন মোস্তফা কামাল ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য মো. আব্দুল মতিন, জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুস সাত্তার, জাতীয় পার্টি কাহালু পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম (জেম্স), জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক ইদ্রিস আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জিল্লুর রহমান, আব্দুল হাকিম, জাপানেতা আফজাল হোসেন, আব্দুস সামাদ তালুকদার, খোরশেদ আলম, লিয়াকত আলী, মাহফুজার রহমান, কামাল হোসেন, মামুন, মোজাহার আলী, আব্দুর রাজ্জাক, ফজলু, জাতীয় শ্রমিকপার্টি কাহালু উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, জাতীয় রিসকা শ্রমিক পার্টি কাহালু উপজেলা শাখার আব্দুর রহিম বুলু, জাতীয় স্বেচ্ছাসেবকপার্টি কাহালু উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ সরদার সহ জাতীয় পার্টির কাহালু উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।