এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া পাঁচ আউলিয়া দাখিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম রেজা ওরফে নান্নু মাষ্টার (৮০) অদ্যই সোমবার (০৯ই জানুয়ারি) সালের ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-ইলাহী রাজিউন) তিনি দীর্ঘদিন যাবৎ ডাইবেটিস সহ শারীরিক নানা সমস্যায় অসুস্থ ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি স্ত্রী,১ছেলে ১মেয়ে,নাতী,নাতনী ভাই,বোন সহ অসংখী আত্নীয় স্বজন রেখে গেছেন। মরহুম রেজাউল করিম রেজা তিনি স্বাধীনতা পূর্ববর্তী (১৯৬৮,৬৯,৭০) বগুড়া জেলা ছাত্রলীগ নেতা, সাবেক জেলা শিক্ষক নেতা (মাদ্রাসা শিক্ষক সমিতি)বগুড়া,সরকারী আজিজুল হক কলেজ এর এজিএস সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। অদ্যই সোমবার বাদ আছর নিজ গ্রাম শিবগঞ্জের রায়নগর ইউপির করতকোলা জোনাব আলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন ও মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন,মহাস্থান হযরত শাহ সুলতান বলখী(রঃ) ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু বক্কর ছিদ্দিক,শিক্ষক মাওঃ রহমত আলী,রফিকুল ইসলাম,আবু তালেব,আলহাজ্ব মোমিনুল ইসলাম বাবু,মরহুমের একমাত্র সন্তান সাঈদ নুর রেজা,জাহেদুর রহমান,
মহাস্থান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেত,সাধারণ সম্পাদক এস আই সুমন,সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ব্যবসায়ী সাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম,শাহ আলম, ইনফাজুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,
জনপ্রতিনিধি,ব্যবসায়ী সহ এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই সুজাউদ্দৌলা সুজা সরদার।
অদ্যই বাদ এশা বগুড়া বৃন্দাবন পাড়া খেলার মাঠে ২য় জানাযার নামাজ শেষে মরহুমের লাশ দাফন করা হবে।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক শিক্ষক রেজাউল করিম রেজা ওরফে নান্নু সরদার এর মৃত্যূতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।