এম,এ রাশেদ,
“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মুনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমানা কবির প্রমুখ।