বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ০১/০৩/২০২২ তারিখে বগুড়া রিয়েল এস্টেটের সভাপতি মোঃ আনোয়ারুল করিম দুলাল ট্রপিক্যাল হোমস লিমিটেড এর পক্ষে বগুড়া জ্বলেশ্বরীতলায় উক্ত কোম্পানীর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনরত অবস্থায় বগুড়ায় দায়িত্ব থাকাকালীন বহুদিন যাবৎ বিভিন্নভাবে অর্থ আত্বসাৎ করায় অবশেষে ৪৩,৮৭,৯৩৫/- টাকা অর্থ তসরুফ করায় তার বিরুদ্ধে দঃ বিঃ ৪০৬/৪২০/৫০৬ ধারায় GR ২১৫/২০২২( সদর) জেলা বগুড়ার অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হবার পর অত্র আদালতে গত ইং ২৩/০৮/২০২২ তারিখে দিনধার্য্য থাকিলে আসামী কোন পদক্ষেপ গ্রহন না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু হয়।
প্রশাসন গ্রেফতারি কার্যক্রম অব্যাহত থাকাকালীন সময়ে উক্ত আদালতের আদেশকে অমান্য করিয়া মহামান্য হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমাদানের বিষয় গোপন রাখিয়া মিথ্যা তথ্য দিয়া আইনকে অমান্য করিয়া গত ৩১/০৮/২০২২ তারিখে ৬ সপ্তাহের আগাম অন্তবর্তীকালীন জামিন গ্রহন করিয়া আজকে ৬ সপ্তাহের শেষ দিন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন ধরিলে জামিন “না’ মঞ্জুর হয় এবং সেইসঙ্গে আসামী আনোয়ারুল করিম দুলাল মিথ্যা ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়া ও তথ্য গোপন করিয়া মহামান্য উচ্চাদালত থেকে জামিন নেয়ার অপরাধে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।উক্ত মামলার বাদী ফাহাদ আল রহমান( মহাব্যবস্থাপক,ট্রপিক্যালটেকনোলজি লিমিটেড)
বাদী রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবীর হিসেবে দায়িত্ব পালন অ্যাডঃফেরদৌসী আক্তার রুনা।
(খবর বিজ্ঞপ্তির)