এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ভবন নির্মানে আধুনিক ও উন্নত ডিজাইন নিয়ে বগুড়ায় যাত্রা শুরু করলো গ্যালাক্সি অব আর্কিটেকচার নামের একটি প্রতিষ্ঠান। গতকাল রোববার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ রোড় সাধারণ বীমা ভবন কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন্ট সিমেন্ট বগুড়ার মার্কেটিং ম্যানেজার রাকসান আলী, আনোয়ার গ্রুপ বগুড়ার মার্কেটিং ম্যানেজার হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের সহকারি রাকিবুল ওয়ারেছ রাজ, পার্থ প্রতীম মোহন্ত, হরিস মাস্টার, দুলাল চন্দ্র দাস, সুজন চন্দ্র দাস, গ্যালাক্সি অব আর্কিটেকচারের স্বত্ত্বাধিকারী বি, এস, সি ইঞ্জিনিয়র সজল কুমার মোহন্ত প্রমুখ। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী বি, এস, সি ইঞ্জিনিয়র সজল কুমার মোহন্ত জানান, এই প্রতিষ্ঠানে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ডিজিটাল সার্ভে, সাইট সুপারভিশন, থ্রিডি এলিভেশন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং এন্ড সেনিটারি ডিজাইন, এস্টিমেট ও ল্যান্ড ভ্যালুয়েশন, সয়েল টেস্ট, পাইলিং ওয়ার্ক, বিল্ডিং কনস্ট্রাকশনসহ বিভিন্ন ধরণের সেবা দেয়া হয়। এছাড়া ভবন নির্মানে আধুনিক ও উন্নত ডিজাইনের পরামর্শ দেয়া হয়।
ছবি-ক্যাপশনঃ গতকাল রোববার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ রোড় সাধারণ বীমা ভবন কমপ্লেক্সে গ্যালাক্সি অব আর্কিটেকচার নামের একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।