https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে চলতি মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

admin
September 24, 2022 5:42 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার
চলতি মৌসুমে বগুড়ার গাবতলীতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা সঠিক সময়ে বীজ রোপন, সার, কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করার ফলে উপজেলার প্রতিটি ইউনিয়নে রোপা আমন ধান গাছ খুব পরিপুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের দেওয়া প্রাপ্ততথ্য মোতাবেক এবার উপজেলায় ১৭ হাজার ৩শ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু আবহাওয়া অনুকুলে থাকায় প্রচুর পরিমান বৃষ্টিপাত না হওয়ায় উচু-নিচু সব জমিতেই রোপা আমন চাষ করা হয়েছে ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন চাষ হচ্ছে। কাগইল ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, আমরা উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সকল কৃষকদের সাথে কৃষি সংক্রান্ত সকল প্রকার পরামর্শ আমরা প্রদান করছি। সে মোতাবেক কৃষক তাদের জমিতে সঠিক সময়ে সার, কিটনাশক, আগাছা নাশক, নিরানী ও মাঠ পর্যায়ে পাচিং পদ্ধতি ব্যাবহার করে ব্যাপক সফল হচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিদা পারভীন জানান, পাচিং পদ্ধতিতে পোকা মাকড় নিধন, ইদুরের উৎপাত বন্ধে জমিতে জমিতে বিষটোফ, আলোক ফাঁদ ব্যবহার করে ইদুরের উৎপাত কমানো সম্ভব। তিনি আরো জানান, উপজেলায় এবার হাইব্রীড ধানী গোল্ড, হাইব্রীড শক্তি, ব্রী-৪৯, ব্রী-৫১, ব্রী-৫২, দেশী উপশী, রনজিত, নেপালী স্বর্ণা, গুটি স্বর্নাসহ স্থানীয় দেশী প্রজাতি ধানের চাষ করা হয়েছে। ইউপি সদস্য আনছার আলী ভোলা জানান, কাগইল ইউনিয়নের কৃষকগণ সঠিক সময়ে রাসায়নিক সার পাওয়ায় সেগুলো কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জমিতে প্রয়োগের ফলে ধান চাষ ভাল হয়েছে। কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের কৃষক আনছার আলী, কৃষক মশিউর রহমান, আলমগীর হোসেন, শাহজাহান আলী, বাদশা মিয়া জানান, আবহাওয়া যদি শেষ পর্যন্ত অনুকুলে থাকে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হয় তবে তারা এবার হাইব্রীড ধানী গোল্ড ধান চাষ করে ব্যাপক ভালো ফলন পেতে পারেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।