https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 17 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে কোটা বাতিল করার দাবীতে ছাত্রদের অবস্থান ও বিক্ষোভ : ওসিসহ আহত ৫

admin
July 17, 2024 7:41 pm
Link Copied!

মিন্টু ইসলাম

বগুড়ার শেরপুরে ১৭ জুলাই বুধবার সকাল ১১ টায় কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের মহাসড়কে অবস্থান ও  বিক্ষোভ করেছে। শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ধুনট মোড় পর্যন্ত বিক্ষোভ করেছে কোটা আন্দোলনের  ছাত্ররা। এসময় শেরপুর থানার ওসি রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের শান্ত থাকার এবং চলে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীদের এতে ছাত্ররা দাবি আদায় না করে ফেরার ঘোষণা দেয় ছাত্ররা এবং স্লোগান দিতে দিতে ‘ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে  স্বৈরাচার স্বৈরাচার’ উচ্চারণ করে পুলিশের বেরিকেট থেকে দ্রুত দৌড়ে সামনের মহাসড়কে ধুনট মোড় থেকে বাসস্ট্যান্ডের দিকে যায় আন্দোলনকারী ছাত্ররা।

 

এরপর প্রায় ২ঘন্টা পর শেরপুর থানা পুলিশ ও বগুড়া পুলিশের জোড়ালো টিম কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযানে নেমে তাদেরকে আবারও বোঝায় চলে যেতে কিন্তু তাতেও সরে যায়না ছাত্ররা। পরবর্তীতে শেরপুর উপজেলার ইউএনও সুমন জিহাদী কোটা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য বলেন এতে ও কোটা আন্দোলন করা ছাত্ররা স্লোগান দিতে থাকে এবং সরে না যাওয়ায় পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এতে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে মারে -পুলিশ রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে সক্ষম হয় এসময় শেরপুর পুলিশের অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম আহত হোন, এছাড়াও  সাংবাদিক, বিক্ষোভকারী ও পথচারী সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে বলে জানা যায় । বর্তমানে শেরপুর শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে কিছুটা শান্তিপূর্ণ আছে এবং নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।