https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 7 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়া শেরপুরে জরুরী সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা যা বললেন

admin
August 7, 2024 12:19 am
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুরে ৬ ই আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় সাংবাদিকদের সঙ্গে জরুরী সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক প্রধান আব্দুল্লাহ সাদিক বলেন, প্রিয় শেরপুরবাসী,গত ৫ই আগস্ট আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভুমি স্বাধীন করার সৌভাগ্য অর্জন করেছি। এটি আমাদের বিজয়ের প্রথম ধাপ। আপনারা অবগত আছেন যে আজ ৬ই আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

আপনারা আরো অবগত আছেন যে বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায় আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের মতো অনাকান্তিক্ষত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এর সাথে সাধারণ ছাত্র সমাজের কোনো সম্পৃক্ততা নেই।

বিশেষভাবে মন্দির গির্জা ও অন্যান্য ধর্মীয় স্থানগুলির উপর হামলা ও ভাঙচুরের ঘটনা আমাদের সমাজের শান্তি এবং সম্প্রীতির জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করছে। এই ধরনের কাজ আমাদের ঐক্যবদ্ধ সমাজকে বিপন্ন করে। চলমান এই পরিস্থিতিতে শেরপুর উপজেলার ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান।
১। দায়িত্বশীল আচরণ; ভাঙচুর, অগ্নিকাণ্ড বা জনস্বার্থের ক্ষতি হবে এমন কাজের সাথে জড়িত গোষ্ঠীকে প্রতিহত
করতে হবে।

২। ধর্মীয় স্থানের সুরক্ষা: আমরা মন্দির গির্জা এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করবো। কোন ধর্মীয় স্থান বা উপাসনালয় ভাঙচুরের ঘটনাকে প্রয়োজনে জীবন দিয়ে হলেও প্রতিহত করতে হবে।

৩। রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা: বিরাজমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আমাদের বিশেষভাবে তৎপর হতে হবে।

পরিশেষে,

শেরপুর উপজেলার আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান, নিহত পরিবারের পাশে দাঁড়ানো এবং গ্রেফতারকৃতদের আইনী সহায়তা প্রদান সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করবেন। আমরা অতি দ্রুত আর্থিক সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটি বিষয়, বিরাজমান এই পরিস্থিতিতে দ্রব্যসামগ্রীর নায্য মূল্য নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,সমন্বয়কগণ:
১। আব্দুল্লাহ সাদিক-01706200195, ২। আব্দুল হালিম,
৩। তৌকির আহম্মেদ, ৪। আবু সুফিয়ান, ৫। সাদ হাসান,৬। আজির আহমেদ মাহের আহম্মেদ, ৭। জুলফিকার আহমেদ, ৮। মুহাম্মাদ তাশাহুদ, ৯। আতিকুল ইসলাম, ১০: আব্দুল্লাহ হিল কাফি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।