বগুড়া প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় শেরপুর স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উল্লেখিত দাবির আলোকে মানবন্ধন করেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর আলী, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারি, মহিপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুর রহমান, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ ভাগ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। যা জাতীয়করণ করা খুবই জরুরী হয়ে পরেছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জানান তারা। শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-১২ বছরের দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপ এর জনবল রাজম্ব খাতে স্থানান্তরের অসমমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা সহ অন্যান্য যৌক্তিক দাবি খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে।