https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই শীর্ষ নেতা – তৌহিদুল আলম মামুন ও ফজলুর রহমান খোকন

admin
September 13, 2025 1:05 pm
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলের দুই শীর্ষস্থানীয় নেতা – আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন এবং মোঃ ফজলুর রহমান খোকন।

‎স্থানীয় জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত ১৭ বছর ধরে বিএনপির রাজপথে যেসব নেতাকর্মীরা নিয়মিত সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে এই দুই নেতা অন্যতম। তৃণমূল নেতাকর্মীদের ভাষায়, “এই দুই নেতা ছাড়া আমরা কাউকে পাশে পাইনি। আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে তারাই ছিলেন আমাদের ভরসাস্থল। তাই মনোনয়নে তারাই যোগ্য দাবিদার।”

‎তৌহিদুল আলম মামুন
‎বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং ধুনটের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত।

‎তৃণমূল পর্যায়ে তার দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা, ও বারবার রাজনৈতিক মামলা-হামলার শিকার হয়ে জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতা তাকে মনোনয়নের জন্য শক্ত অবস্থানে নিয়ে এসেছে। আন্দোলন ও বিপদের সময় তিনি ছিলেন নেতাকর্মীদের পাশে – কখনও অর্থনৈতিক সহায়তা, কখনও ব্যক্তিগত উদ্যোগে আইনি সহায়তা কিংবা মমতার ছায়া হয়ে ছুটে গেছেন মাঠে-ময়দানে।

‎পরিবহন খাতে তার প্রভাব, সংগঠন পরিচালনায় দক্ষতা এবং স্থানীয় জনপ্রিয়তা – সবমিলিয়ে তিনি একজন গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছেন।

‎ফজলুর রহমান খোকন
‎অপরদিকে, কেন্দ্রীয় রাজনীতিতে সুপরিচিত মুখ ফজলুর রহমান খোকন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি, বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপিরশ সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

‎ছাত্র ও যুব রাজনীতিতে তার সুদীর্ঘ সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা তাকে শুধু বগুড়ায় নয়, জাতীয় পর্যায়েও পরিচিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

‎নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচনের বিষয়টি এখনো জাতীয় নেতৃবৃন্দের আলোচনার মধ্যে রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে উভয় নেতার পক্ষে গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে।

‎এই আসনে কে হবেন বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী – তা নিয়ে বগুড়া-৫ এর নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা বিরাজ করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।