https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 31 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বিকেলের মধ্যেই ফেসবুক-ইউটিউব-টিকটক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: পলক

admin
July 31, 2024 2:40 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিকেলের মধ্যেই ফেসবুক-ইউটিউব-টিকটক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে এক বৈঠক শেষে আজ বুধবার দুপুরে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, ‘কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক-ইউটিউব-টিকটক চালানো যাবে। এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি কাজ শুরু করেছে।’

এরআগে, সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশনজনিত যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

পলক বলেন, ‘টিকটক আমাদের মেইলের উত্তর দিয়েছে। সহায়তা করেছে। ভুল তথ্য ছড়ানোর জন্য টিকটককে কিছু কনটেন্ট সরাতে বলা হয়েছিল, তারা সেটি করেছে। সহিংসতার ঘটনায় ভুল তথ্য দেয় এমন ৭ লাখের বেশি কনটেন্ট ডাউন করেছে টিকটক।’

ফেসবুক প্রসঙ্গে পলক বলেন, ‘ফেসবুক নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত রেসপন্স করতে পারেনি। তবে ফেসবুক জানিয়েছে তাদের ফ্যাক্টচেকিংয়ে ত্রুটি থাকতে পারে এবং দ্রুতই তারা তাদের এআই আপডেট করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে যে ফার্মটি ফ্যাক্টচেক করে সহায়তা করে সেই ফার্মটি মুক্তিযুদ্ধবিরোধী। তাঁরা নিরপেক্ষ না।’

পলক বলেন, ‘সম্প্রতি এই সহিংসতার ঘটনায় পিনাকী ভট্টাচার্য ১৭ জুলাই একটি পোস্ট করে বিটিআরসির স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং গাড়িটিকে জ্যামার বলে চালিয়েছে। যা অপপ্রচার। এসব সম্পর্কে ফেসবুককে জানানো হয়েছে।’

আগামী দিনে ফেসবুক আরও দায়িত্বশীল থাকবে বলেও জানান পলক।

ইউটিউব প্রসঙ্গে পলক বলেন, ‘ইউটিউবে ভিডিও ছড়িয়েছে এবং তার ফলেই প্রাণহানি হয়েছে। ইউটিউবকে ভুল তথ্য সরবরাহের জন্য যেসব ভিডিও সরাতে বলা হয়েছিল, তার মাত্র ২০ শতাংশ তারা করেছে। বাকিগুলো করেনি। তবুও দেশের জনগণ ও ফ্রিল্যান্সারদের কথা চিন্তা করে এসব সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এসব সামাজিক যোগাযোগমাধ্যম যেন ঢাকায় তাদের অফিস স্থাপন করে, এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়তে থাকলে গত ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হয়। আর মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে ইন্টারনেট চালু হয় ২৮ জুলাই। ইন্টারনেট ফিরলেও এখনও ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি ঢোকা যাচ্ছে না। অবশ্য অনেকে ভিপিএন বা ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে এসব মাধ্যমে ঢুকছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।