দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,
দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আজ প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কতিপয় বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হয় , যা নিম্নরূপঃ-
১। চাহিদা ও যোগানের যথাযত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সাথে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যপারে যথাযত ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির সুফল পেতে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।
২। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১% থেকে ২.৫% করা হয়েছে।
৩। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষ্যটি চলে এসেছে। ব্যাংকিং খাতে টেকসই সংস্কার করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।
৪। আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।