https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 29 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট পুলিশিং এর জন্য গ্রামীণফোন ও হাইওয়ে পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষর

admin
May 29, 2024 12:11 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপে গ্রামীণফোন লিমিটেড এবং হাইওয়ে পুলিশ স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে। ২৭ মে ২০২৪খ্রিঃ তারিখ রোজ: সোমবার, বেলা: ১২.০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। যা মহাসড়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করবে।

গ্রামীণফোনের পক্ষে নুরুল ফেরদৌস মুসান্না, হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস, গ্রামীণফোন লিমিটেড এবং ড.আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার (প্রশাসন)হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের অংশ হিসেবে মহাসড়কে ডিউটিরত হাইওয়ে পুলিশের সদস্যদের ডিউটিকালীন বডি-ওর্ন-ক্যামেরা চালু করা হয়েছে, যা সড়ক ও মহাসড়কের কার্যক্রমে কার্যকর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে হাইওয়ে চলাচলরত নাগরিকদের নিরাপত্তা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), গ্রামীণফোনের সাথে এই সহযোগিতার মাধ্যমে হাইওয়ে পুলিশকে আরও আধুনিক করার জন্য তার দূরদর্শী চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা শেয়ার করেছেন, যার লক্ষ্য নিরাপদ ও নির্বিঘ্র মহাসড়ক প্রদান করা।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ডক্টর জনাব আসিফ নাইমুর রশিদ বলেন, “জিপির উন্নত আইসিটি সলিউশন বাংলাদেশ হাইওয়ে পুলিশের উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়াবে।” তিনি আরও বলেন, “আমরা ধারাবাহিকভাবে আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করছি এবং দেশব্যাপী গ্রামীণফোন গ্রাহকদের জন্য সেবা বাড়ানোর জন্য একটি ভবিষ্যৎ-প্রস্তুত নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করছি।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)। জনাব আতিকা ইসলাম, বিপিএম, এনডিসি, ডিআইজি (পশ্চিম বিভাগ); জনাব মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার), ডিআইজি (প্রশাসন); জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন); জনাব মোঃ শামসুল আলম, অ্যাডিশনাল ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া); জনাব মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স, রিসার্চ অ্যান্ড প্ল্যানিং); জনাব শ্যামল কুমার মুখার্জী, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-হেডকোয়ার্টার্স); জনাব ড.আ.ক.ম.আকতারুজ্জামান বসুনিয়া, অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার (প্রশাসন) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং গ্রামীণফোন টিমের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নুরুল ফেরদৌস মুসান্না, হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস; অরবিদ চৌধুরী, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস; হেলাল উদ্দিন আহমেদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজনেস; কাজী নুসরাত, অ্যাকাউন্ট ম্যানেজার; এবং আরমান সিকদার, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।