দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) জনাব গোলাম কিবরিয়া বিপিএম প্রায় ৩৪ বছরের চাকরি জীবন শেষে আগামীকাল অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন এআইজি জনাব মাহফুজা আক্তার, ডিআইজি জনাব মোঃ কামরুল আহসান, র্যাব মহাপরিচালক জনাব এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি এবং অতিরিক্ত আইজি সিআইডি জনাব মোঃ মতিউর রহমান শেখ প্রমুখ।

