https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 5 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী সেটেলমেন্ট অফিসে৩০ ধারা আপত্তি কেসে প্রভাবিত হয়ে রায় প্রদান

admin
February 5, 2023 10:53 pm
Link Copied!

মোহাম্মদ রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ফুলবাড়ি সেটেলম্যান অফিসে ৩০ ধারা আপত্তি কেসে প্রভাবিত হয়ে রায় প্রদানে অভিযোগ উঠেছে। আজ (০৫ ফেব্রুয়ারি-২০২৩) দিনাজপুর ফুলবাড়ি সেটেলমেন্ট অফিসে ৩০ ধারা আপত্তি কেসে জমির সঠিক কাগজপত্র থাকার পরেও প্রভাবিত হয়ে বিবাদীর পক্ষে রায় প্রদান করেছে মর্মে অভিযোগে জানা যায়।

এবিষয়ে ফুলবাড়ী সেটেলমেন্ট অফিসে
বাদী হয়ে ফেরদৌস মন্টু পিতা মৃত কোছির উদ্দিন ফুলবাড়ী কাটা বাড়ি দিনাজপুর। তিনি গত ৫/১/২২ ইং তারিখ ৩০ ধারায় কেস দাখিল করেন। যার ডিপি খং-নং-৫৫৮,সাবেক ৪০১, হালদাগ-১১৬২,জমির পরিমাণ-০,৪৮৭ অংশ জমির দাবী করেন।

৩-১-২২ ইং তারিখ নোটিশের জবাব অনুযায়ী ৩ নং আপত্তি কেসের বাদী ফেরদৌস মন্টু দাবি করেন ৪৩৭ নং খতিয়ানের ওয়ারিশের পুত্র নরেশ চন্দ্রের নিকট থেকে ৯২৩০ নং দলিল মূলে ৩-১- ৮০,সনে উক্ত দলিল মূলে সাবেক ৪০১ দাগের মোট,৩৪ শতকের মধ্যে ০,৫০০ শতক জমি খরিদ করেন তার পিতা মৃত্যু কছির উদ্দিন। অতঃপর ২৬৯৮ নং দলিল মূলে ১০-০৬-৯২ সনে হেবাবিল এওয়াজ দলিল মূলে পিতার নিকট থেকে ৩নং আপত্তির কেসের বাদী ফেরদৌস মন্টু প্রাপ্ত হইয়া 1x-1/ ১২/৯২-৯৩ নিজ নামে খারিজ করেন। যার খারিজ খতিয়ান নং ৮১৫ B ০২৫৫০৩৬ তাং ১১/৫/১৬ ১৪২৩ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।
উক্ত আপত্তি কেসের বিবাদী আব্দুল জব্বার বাদীর সকল কাগজপত্র সঠিক সেটেলমেন্ট ভূমি অফিসে স্বীকার করেন।

পক্ষান্তরে উক্ত বিরোধীয় সম্পত্তি বিবাদীগণ পরবর্তীতে ৩নং আপত্তির বাদী ফেরদৌস মন্টু নামে ৫৫ ৮৯-১৮/১০/৯৮ দলিল মূলে আপত্তির বাদী আব্দুল জব্বারগণ এর নিকট উক্ত সম্পত্তি বিক্রয় করার দলিল সৃষ্টি করেন। উক্ত দলিল মূলে জৈনক শফিকুল আলম এবং আব্দুল জব্বার এর নিকট হস্তান্তর করেন। উক্ত বিষয়ে ৩ নং আপত্তি কেসের বাদী ফেরদৌস মন্টু পক্ষে যথাযথ ভাবে ফুলবাড়ী সেটেলমেন্ট অফিস ৩০ ধারা আপত্তি কেসের রায় প্রধান না করে অন্যায় করেছেন বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য,বাদী ফেরদৌস মন্টু আরো অভিযোগে বলেন যে উক্ত বিবাদী আব্দুল জব্বার ও তার স্ত্রী এবং স্থানীয় তাদের গুন্ডাবাহিনীর দল উক্ত জমিতে প্রবেশ করা আইনগতভাবে কোট আদালতে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। উল্লেখ্য ফেরদৌস মন্টু নিত্যান্তই একজন গরীব মানুষ,তিনি রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার কাজ করে বেড়ান। ছোটবেলা থেকেই তার পিতা মাতা মারা যাওয়ার পর ফেরিওয়ালার কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। ফেরদৌস মন্টু পিতা কছির উদ্দিন মারা যাওয়ার পূর্বে তাকে হেবাবিল এওয়াজ দলিল মূলে উক্ত সম্পত্তি রেজিস্ট্রি দলিল করিয়ৈ দেন। যাহা তিনি নাবালক অবস্থায় সঠিকভাবে ফেরদৌস মন্টু সংরক্ষণ করতে সক্ষম হন নাই। উক্ত পিতার প্রদানকৃত হেবাবিল আওয়াজ দলিলটি অনেক কষ্টের পর সংগ্রহ করে ফুলবাড়ী সেটেলমেন্ট অফিস বরাবর ৩০ ধারায় কেস করেন। পক্ষান্তরে পিতা মাতা মৃত্যুর পর অসহায় অবস্থায় ফেরদৌস মন্টু পাবনা জেলায় অবস্থান করত। তিনি নিত্যান্তই একজন ফেরিওয়ালা দিন আনে দিনে খায় তেমন টাকা পয়সা তার নেই
উক্ত জমিতে ফেরদৌস মন্টুর পিতার বসতবাড়ি ছিল।

উক্ত বিবাদী অনেক শক্তিশালী ও ভয়ংকর মানুষ তারা পারে না এমন কোন কাজ নেই । এমন অবস্থায় ফেরদৌস মন্টুর উপরে নিয়মিতভাবে হুমকি আসতে থাকে। ফেরদৌস মন্টু ফেরিওয়ালার কাজ করে সারাদিনে যে অর্থ সংগ্রহ করেন তা থেকে তার রুজির ব্যবস্থা এবং সেখান থেকেই সেটেলমেন্ট অফিসে ৩০ ধারা কেস দাখিলের খরচ প্রদান করেন। উক্ত সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা গনকে সে বিশদভাবে বিষয়টি কাগজপত্র ডকুমেন্টসের ভিত্তিতে অবগত করেন। যাতে করে একজন এতিম অসহায় ফেরিওয়ালার সঠিক আইনটি তার পক্ষে আসে কিন্তু উক্ত সেটেলমেন্ট অফিসার আব্দুল কাফি তার পক্ষে রায় দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা অর্থের দাবি করেন। সে দিতে না পারায় তার বিপক্ষে রায় প্রদান করেন বলে বাদীর অভিযোগে জানা যায়।

সহযোগিতায় ছিলেন সার্ভার জামাত আলী ও ভারপ্রাপ্ত প্রেস্কার নূর মোহাম্মদ। এ বিষয়ে বাদী ফেরদৌস মন্টু আরো বলেন তার পক্ষে সেটেলমেন্ট অফিসে রায় দেওয়ার পক্ষে উক্ত অফিসার গন ২ লক্ষ টাকা উৎকর্ষের দাবি করেন। উক্ত উৎকোষের টাকা দিতে না পারায় তার বিপক্ষে রায় দিয়েছেন বলে অভিযোগ করেন। যোগসাজশে অর্থের প্রভাবে বিবাদী পক্ষের বরাবর রায় প্রদান করেন। উক্ত বিষয়ে ফেরদৌস মন্টু ৩০ ধারার আপত্তি কেসের রায় তার অনুকূলে না থাকায় তার প্রতি অন্যায় ও অবিচার হওয়ায় এডিসি রেভিনিউ দিনাজপুর বরাবর খারিজ বাতিল এর আপিল দায়ের করেন। যাহা বর্তমানে চলমান রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।