এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে হরিবাসর কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন হরিবাসর উৎসব আজ রোববার ২২ জানুয়ারী সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। আগত ভক্তদের সকাল, দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প ও শিশুদের জন্য দুধের ব্যবস্থা রয়েছে।
হরিবাসর কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান, এবার মহাযজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহী জেলার বাগমারার শ্রীমতি রাধারানী প্রামানিক, নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রেমানন্দ হালদার, বগুড়া জেলার শেরপুরের নিরাঞ্জন সরকার, আদমদীঘির সুজাতা মোহন্ত এবং তালসনের আশিক কুমার সরকার(তপু)। ২৫ জানুয়ারী বুধবার মহাপ্রভুর ভোগআরতি, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।