https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 17 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলায় আহত ৪

admin
July 17, 2024 1:33 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন৷ আজ বেলা ১১ টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘ‌টে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন সুমন রানা, মামুন, তাফসি, মিলন ও সুমন কুমার পাল।

জানা গে‌ছে, বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় হঠাৎ দুর্বৃত্তরা কলেজের আমচত্বরে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হন। আহত‌দের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালকে শিবির আখ্যায়িত করে চড় থাপ্পড় মারেন ছ‌াত্রলী‌গের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজিজুল হক কলেজে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মে‌ডি‌কেল ফা‌ড়ির ইনচার্জ মিলাদুন্নবী ব‌লেন, স‌রকা‌রি আজিজুল হক ক‌লেজ থে‌কে আহত হ‌য়ে চারজন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। তা‌দের চি‌কি‌ৎস‌া চল‌ছে।

এদি‌কে, বেলা সা‌ড়ে ১০টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক‌্যাম্পা‌সে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু ক‌রে। প‌রে তারা ঢাকা-‌রংপুর মহাসড়‌কের এক পাশ অব‌রোধ ক‌রে। প্রায় আধাঘন্টার ম‌তো তারা সড়‌কে অবস্থান নি‌য়ে কোটা বি‌রোধী বি‌ভিন্ন ধরণের শ্লোগান দেন। এ সময় ওই স‌ড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়।
প‌রে মে‌ডি‌কেল ক‌লেজ কর্তৃপক্ষ এসে তা‌দের সাথে কথা ব‌ললে সড়ক থে‌কে স‌রে যান। বর্তমা‌নে তারা ক‌লেজ ক‌্যাম্পা‌সের ভেতর গিয়ে বি‌ক্ষোভ কর‌ছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।