এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংগঠন কার্যালয়ে এ আয়োজন করা হয়। এর আগে চলতি বছরের গত ৫ নভেম্বর উডবার্ণ পাবলিক লাইব্রেরী সমাজতান্ত্রিক দল জে, এস,ডি, জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল প্রস্তুতি সভার আহ্বায়ক জেএসডি নেতা রেজাউল বারী দিপন এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র সভাপতি আভরাব আলী মন্ডল, সহ সভাপতি আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ঈমাম হিরু, দপ্তর সম্পাদক ছালেহীন সাজ্জান, সহ-দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দত্ত, প্রচার সম্পাদক রবিউল আউয়াল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সহ সম্পাদক আব্দুল মান্নান ও সঞ্জয় কুমার দাস প্রমূখ। সভার শুরুতে বগুড়া শহীদ এবং মরহুম জেএসডি নেতাদের স্মরণে সবাই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।।