বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২
আজ জন্মদিন হলে আপনার রাশি তুলা।
আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র।
৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব বেশি।
আপনার শুভ সংখ্যা ঃ ৬,১৫,২৪।
আপনার শুভ বর্ণ ঃ সাদা।
শুভ গ্রহ ও বার ঃ শুক্র।
শুভ রত্ন : হীরা।
আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে।
জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: ভোর: ৬:০২-৭:৩৮, দুপর: ১:৫০-৩:২২, রাত: ৬:৩০-৯:৪০, ১২:১৮-৩:৩৭, ৪:২৬-৬:০৩ পর্যন্ত।
চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র মকর রাশিতে, সকাল: ৯:১৫ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে।
১১শী তিথি সকাল: ৯:২৩ পর্যন্ত পরে ১২শী তিথি চলবে।
আজকের দিনে নিষিদ্ধ খাদ্য ঃ আজ সকাল: ৯:২৩ পর্যন্ত শিম পরে পুঁইশাক খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ দিনের শুরুতে অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীক কাজে আজ ভালো আয় রোজগার হবে। চাকরিজীবীদের বাড়তি আয়ের চেষ্টায় আশানুরুপ অগ্রগতির আশা। বন্ধুর সাহায্য পাবেন। প্রশাসনিক জটিলতা এড়াতে রাজনৈতিক বড় ভাই এর সাহায্য নিতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ আজ কর্মক্ষেত্রে অগ্রগতির দিন। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে। বেসরকারী চাকুরেদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাঙ্গঠনিক ও সামাজিক ক্ষেত্রে সম্মান মর্যাদা বৃদ্ধির আশা। পিতার সাথে কোন পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। পৈত্রীক স্থাবর সম্পত্তি লাভের দিন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ বিদেশী ভিসা লাভের চেষ্টায় আজ সফল হবেন। বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগে ভালো লাভ হতে পারে। জীবন জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। উচ্চ শিক্ষার্থে বিদেশী বৃত্তি লাভের যোগ। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ আর্থিক ক্ষেত্রে বড় ধরনের উত্থান পতনের সম্মূখীন হতে হবে। শেয়ার ব্যবসায়ীদের সতর্কতার সাথে ক্রয় বিক্রয় না করলে আফসুশ করতে হতে পারে। পাওনাদারের সাথে চলমান আর্থিক লেনদেনের জটিলতা কমে আসবে। বীমা বা ব্যাংক জমা থেকে লভাংশ লাভের আশা।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট) ঃ দাম্পত্য সম্পর্কের ছোট ছোট বাধা গুলো দূর করতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে অংশিদারী ব্যবসায় ভালো লাভ হবে। হটাৎ করেই অবিবাহিতদের বিয়ের আলোচনা সফল হতে পারে। অংশিদারী ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ। জীবন সাথীর সাহায্য লাভের আশা।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) ঃ কর্মক্ষেত্রে সহকর্মীদের পাশে দাড়াতে হবে। ব্যবসা বাণিজ্যে কোনো ভাবেই অধিনস্ত কর্মচারীদের সাথে খারাপ আচরন করা ঠিক হবে না। নিজের ভুল থেকে সিদ্ধান্ত নিতে হবে। অনৈতিক সম্পর্কর কারনে মানসিক ভাবে চাপে পড়তে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) ঃ শিল্পী ও কলাকুশলীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের ভালো করার দিন। নতুন নতুন কাজের অর্ডার লাভের যোগ। সন্তানের উচ্চ শিক্ষা ও সাফল্য আপনাকে গর্বিত করবে। প্রেম ভালোবাসায় পাবেন অনাবিল আনন্দ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর) ঃ পারিবারিক কাজের পেছনে অর্থ ব্যয় হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ অগ্রগতির দিন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি আশা করা যায়। গৃহস্থালী জীবনে মা বা মামা খালার কাছ থেকে সাহায্য পেতে পারেন। যানবাহন লাভের দিন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার দিন। আর্থিক ক্ষেত্রে বিদেশ থেকে ধন লাভের আশা। ছোট ভাই বোনের সাথে চলতে থাকা মনমালিণ্য দূর হওয়ার উদ্যোগ নিতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি আশা করা যায়। ই-কমার্স ব্যবসায় সফল হতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) ঃ আয় রোজগার বৃদ্ধির দিন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ ভালো আয় রোজগারের আশা। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের যোগ। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। প্রবাসী আত্মীয়র সাহায্য পাওয়া যাবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ঃ আজকের দিনের শুরুটা ব্যয় বহুল হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধির দিন। ব্যবসা বানিজ্যে নতুন কৌশল আপনাকে সাহায্য করবে। আজ কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারো সাথে বিরোধে না জড়ানোই ভালো।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ বৈদেশিক বাণিজ্যে কিছু অর্থ ব্যয় হবে। আয় রোজগারের চেয়ে ব্যয় বেশি। প্রবাসীদের দিনটি সাফল্য লাভের দিন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। কাজের প্রয়োজনে বিদেশে যেতে পারেন। আইনগত জটিলতা থেকে দিনের শেষে মুক্তি লাভ।
