এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবিতে বগুড়ার নন্দীগ্রামে মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও উক্ত মানববন্ধনে অংশ নেয় কলেজের শত শত শিক্ষার্থীরা। সোমবার (১০ই মার্চ) সকাল ১১টায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রী কলেজের মাঠে মানববন্ধন করেন উপজেলা ছাত্রদল ও কলেজের শিক্ষার্থীরা। মানবন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।
সারাদেশে একের পর এক ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটেই চলছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় দেশে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে অংশ নেয় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়ির সভাপতি নবির শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুর হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী,সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ আরও আনেকে।

