এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় বগুড়ার ধুনটে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শ্রী বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন। বাবু নিমাই চন্দ্র ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহ-সভাপতি বাবু নৃপেন্দ্রনাথ সরকার, গৌতম সাহা,
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু সাধন কুমার সাহা, সন্তোষ কুমার মন্ডল,গোপাল চন্দ্র সরকার, হৃদয় কুমার রায়, শিপন কুমার দাস, নিরঞ্জন কুমারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।