এম এ রাশেদ স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ১২ বছর বয়সের এক প্রতিবন্ধী কিশাারী ধর্ষনের শিকার হয়েছে। গত ২১ সেপ্টম্বর বুধবার দুপুরে আদমদীঘির তালশন কালিবাড়ির পাশে এক চাতালের পরিত্যক্ত ঘর এ ঘটনা ঘটে। ধর্ষক শ্রী নয়ন চদ্র দাস (৩৫) কে আটক করে পুলিশে সাের্পদ করেছে। শ্রী নয়ন চন্দ্র দাস তালশন পালপাড়ার অনিল চন্দ্র দাসের বিবাহিত ছেলে। এ ঘটনায় ওই কিশােরীর মুসলমান বাবা বাদি হয়ে রাতে একই গ্রামের শ্রী নয়ন দাসকে আসামী করে আদমদীঘি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পাশবিকতার শিকার প্রতিবন্ধী কিশারীর বাবা জানান, স ও শ্রী নয়ন বাড়ির পাশ একটি মৎস্য হ্যচারিত দিন মজুরর কাজ কর। গত বুধবার বেলা দেড় টায় তার শারীরিক ও বাক প্রতিবন্ধী ময় হ্যাচারির পাশ একটি চাতাল ঘুরছিল। এসময় শ্রী নয়ন দাসকে কৌশল চাতালের পরিত্যক্ত ঘরর বারাদায় নিয় ধর্ষন করা কাল কিশারীর মুসলামান বাবা নিজই দখ ধর্ষক নয়ন চদ্রকে আটক করার চেষ্টা করলে দ্রুত পালিয় যাবার সময় বাসিদারা তাক আটক কর। পর পুলিশ খবর দিল পুলিশ এস তাক গ্রফতার কর। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে মামলা রুজু করে পরেরদিন বৃহস্পতিবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও গ্রেফতারকৃত নয়ন দাসকে আদালতে প্রেরন করা হয়েছে।