এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মানবতায় সমাজ গড়ি ব্রত নিয়ে লিও ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগ লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার স্পন্সরে শুক্রবার (১৩ই জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নিমগাছি ইউনিয়নে ধামাচামা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রাঙ্গণে অসহায় ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিব।
এসময় উপস্থিত ছিলেন বৈশাখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, লিও ক্লাব অব ঢাকা শাপলার ভাইস প্রেসিডেন্ট লিও সামিউল ইসলাম, ট্রেজারার লিও শিলু আহম্মেদ, ডিরেক্টর লিও রিজভী উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি লিও ফাহিম ফয়সাল, টেমার লিও আকিল আহম্মেদ, সিনিয়র সদস্য লিও মোহাইমিলুন ইসলাম সাগর, লিও তরিকুল ইসলাম নাঈম, লিও রহমত আল বারী, লিও তানভীর ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল ওয়াদুদ সরকার, হাসান জাহীদ জীবন, রাসেল ইসলাম, সুরুজ মিয়া প্রমূখ।