শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ (৫৫)কে তুলে নিয়ে হত্যা চেষ্টা ও বেদম মারপিটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইমামের ছেলে জাকারিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। চাঁদার দাবিতে ইমামকে মারপিটের ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকার তিনটি মসজিদের মুসুল্লী ও এলাকাবাসী মিলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূিচ পালন করেন।
মানববন্ধন কর্মসূিচতে রফিকুল ইসলাম ও কাউসার আলী বলেন, এলাকায় মাদক কারবারিসহ চাঁদাবাজি বেড়ে যাওয়ায় সবাই আতংকে আছে। তারা চাঁদার জন্য ইমামকে মারপিট করেছে আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ কোন কার্যকরি ব্যবস্থা না নেয়ায় তারা এখন আবারো হুমকি দিচ্ছে, আমরা বিচার দাবি করছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহন করবো। এ সময় নারী পুরুষ সহ শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

