এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী-চিলাহাটী রেললাইনের সান্তাহার স্টেশনের অদুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে ১৩টি ভেড়া মারা যাবার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে পোঁওতা রেলেেগটের উত্তরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, গত মঙ্গলবার জনৈক খোরশেদ আলমের খামারের ভেড়ার পালকে খাবার জন্য রেললাইনের পাশে নিয়ে আসে। সেখনে ঘাস খাওয়ানোর সময় বেলা ১১ টায় ভেড়ার পাল ট্রেনের শব্দ শুনে রেললাইন পারাপারের পোওতা রেলগেটের উত্তরে রাজশাহি থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ১৩টি ভেড়া ঘটনাস্থেেলই মারা যায়।
ভেড়ার মালিক খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলে তার খামারে ভেড়া কর্মচারী রেললাইনের পাশে ঘাষ খাওয়ানোর সময় এ ঘচনা ঘটে। সান্তাহার জংশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান ও ওসি জিআরপি মোক্তার হোসেন জানান, বিষয়টি তার জানা নেই।