https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 21 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়া শেরপুরে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়ে আছে ৩ হাজার বিঘা জমি ভোগান্তিতে কৃষক

admin
August 21, 2024 8:11 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়া শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর ও দড়িমুকুন্দ গ্রামের শতাধিক পরিবারের হাজারো মানুষ জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে রয়েছেন। অনাবাদী হয়ে আছে প্রায় ৩ হাজার বিঘা জমি।

সরেজমিনে উপজেলার কানাইকান্দর গ্রামে গিয়ে দেখা যায় গত কয়েক মাসের বর্ষণে গ্রামটির দক্ষিণ-পূর্ব পাড়ার প্রায় শতাধিক পরিবার জলাবদ্ধতার জন্য চরম সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন। বাড়ি থেকে হাঁটু বা কমর পানি পার হয়ে এলাকাবাসীদের রাস্তায় উঠতে হয়। বয়লারের ছাই, বিভিন্ন বাড়ির গবাদী পশুর গোবর ও টয়লেটের মল মেশানো কুচকুচে কালো পানির মধ্য দিয়ে প্রতিনিয়ত চলাচল করায় এলাকার লোকজনের মধ্যে পানিবাহিত রোগ ডায়রিয়া সহ ঘা-পঁচড়া দেখা দিয়েছে। এছাড়া আবাদী জমির মধ্যে ৩/৪ ফুট পানি জমে থাকায় কানাইকান্দর ও দড়িমুকুন্দ গ্রামের প্রায় ৩ হাজার বিঘা ফসলী জমি অনাবাদী হয়ে পড়ে আছে।

কানাইকান্দর গ্রামের আমিনুল ইসলাম ড্রাইভার, জহির উদ্দিন, কমল আকতার ববি ও আনিছা খাতুন বলেন গ্রামের পূর্ব পাশে শেরপুর-ভবানীপুর রাস্তার দুটি সাঁকোর মুখ বন্ধ করে রাইস মিল স্থাপন করায় গত দুবছর যাবৎ এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই মৌসুমে তারা জমিতে ফসল লাগাতে পারেন না। অন্যদিকে গ্রামের শতাধিক পরিবারের হাজারো মানুষ হাঁটু বা কমর পানির মধ্য দিয়ে অতি কষ্টে যাতায়াত করে। এই জলাবদ্ধতা থেকে মুক্তিই এখন এলাকার মানুষের একমাত্র চাওয়া।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।