https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 29 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবীতে ছাত্র-জনতার গণসংযোগ

admin
January 29, 2025 12:05 am
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুরে ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টায় ঢাকা-বগুড়া হাইওয়ে মহাসড়কের স্থানীয় করতোয়া বাসস্ট্যান্ডে ছাত্রসমাজ ও জনতার উদ্যোগে গণসংযোগ করেছেন। এসময় ছাত্র-জনতার নেতারা বদলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে কন্ঠে বলেন প্রাণের শহর শেরপুর এখন কেন মৃত্যুপুর “নেতা হতে আসি নাই, ভাই হত্যার বিচার চাই” ২০২৪ এর জুলাই গণহত্যার বিচারের দাবি ও শেরপুর উপজেলার সড়ক ও ফুটপাত দখল মুক্তকরণ, ট্রাফিক সিস্টেমের আধুনিক ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করণের দাবিতে গনসংযোগ করেছেন শেরপুর শহরের ছাত্র-জনতা।

একটি সুন্দর নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ছাত্র-জনতার নাগরিকরা দাবী জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। শেরপুর- ধুনট ও নন্দীগ্রামের ছাত্রসমাজের প্রধান সমন্বয়ক উপদেস্টা ইয়াসিন আলী হিমেল বলেন আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিগুলো হলো শেরপুর ধুনট মোড় হতে হাজিপুর মডেল মসজিদ পর্যন্ত ফ্লাইওভার চাই। নিরাপদভাবে জেব্রা ক্রসিংয়ে রাস্তা পারাপারে রোড ডিভাইডারের ফাঁকা জায়গা বৃদ্ধি নিশ্চিতকরণ। সকল বয়সের মানুষের জন্য ফুটপাত ব্যবহার উপযোগী করা। নিরাপদ ইউটার্ন/গোলচত্বরের ব্যবস্থা করা (দূর্ঘটনা এই নির্দিষ্ট জায়গাতে বেশি ঘটে)। যত্রতত্র পার্কিং এবং রাস্তায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে রাস্তাকে পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী করা। অটো রিক্সা এবং সিএনজি যান সুশৃংখল করা এবং যত্রতত্র রাস্তার উপর না দাঁড়িয়ে নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করা। উল্টোপথে গাড়ি চলাচল সম্পূর্ণরুপে বন্ধ করা এবং নিয়মিত মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা। হাইওয়ে সংলগ্ন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুট ওভার ব্রীজ বা রাস্তা পারাপারের ব্যবস্থা করা। ফ্লাইওভার না হওয়া পর্যন্ত পৌর শহরে গাড়ীর গতি ৪০ এর মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করা।

ট্রাফিক পুলিশ ও সড়কবাতি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা।
পৌর শহরের রাস্তা ব্যবহার উপযোগী করা ও সুশৃংখল বাজার ব্যবস্থা নিশ্চিত করা। চিকিৎসা সেবায় অনিয়মের বিরুদ্ধে জবাব দিহিতার ও কঠোর নজরদারীর ব্যবস্থা নিশ্চিত করা। করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করা।
অবৈধ ইজারা বন্ধ করতে হবে। সীমাবাড়ী ইউনিয়নে শিশু ধর্ষণের বিচার চাই; করতে হবে। ছিনতাই, চাঁদাবাজী ও মাদক মুক্ত শেরপুর উপজেলা গড়তে হবে।
সরকারি সকল সেবা/ জাতীয় সেবা/ ভূমি সেবায় হয়রানী ও দূর্নিতি মুক্ত করা। কিশোর গ্যাং প্রতিরোধ/শব্দদূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
গনসংযোগে শেরপুরের সকল ছাত্র-জনতার ছাত্রছাত্রীরা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।