শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরের গাড়িদহে ঢাকা বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে গাড়িদহ ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত লিয়াকত আলী শাজাহানপুর উপজেলার চেতুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, লিয়াকত আলী শেরপুরে প্রয়োজনীয় কাজ শেষে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে শাহজাহানপুরে বাড়ি ফিরছিল। এসময় গাড়িদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা একটি বাস থাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গুরুতর আহত হয়। স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়। পরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।