এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতা নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা মুক্ত মঞ্চের সামনে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর নবী হোসেন, বেলাল হোসেন, রাহাত, সাগর, আসাদুজ্জামান, ফজলে রাব্বি, মারুফ, মোমিনুল, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ।
এসময় তারা বলেন, যে রাসুল (সাঃ) আমাদের আদর্শ সেই রাসুলকে অবমাননা করা হয়েছে। এটা মুসলমান হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
এরআগে একই প্রতিবাদে সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালের সামনে রাসুল (সাঃ) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, রাসুল (সাঃ) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন।।