এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশকাত (২২) নামে ১ ইন্টারনেট মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) বিকাল ৪ টার দিকে বগুড়া শহরতলীর চকসূত্রাপুর একটি বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিশকাত রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় মিশকাত বুধবার সকালে ওয়াইফাই লাইন মেরামত করতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বিকেলে চকসূত্রাপুর একটি বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় হাতে থাকা বৈদ্যুতিক তার জড়ানোর সময় অসাবধানতা বসত হাতে স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এসময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় নিহত মিশকাতের মরদেহ তার গ্রামের বাড়ি মহাস্থান পূর্বপাড়া তালতলা গ্রামে পৌঁছিলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
