মিন্টু ইসলাম:
আজ ৬ ই আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া শেরপুরের রণবীরবালার ঋশি পাড়া হিন্দু সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলার নেতাকর্মীরা ।
এসময় নেতারা বলেন কোনো অঘটন হওয়ার সম্ভাবনা নেই এবং গুজবে কান দিয়ে এবং ভয় না করে শান্তিতে বসবাস করার আহবান জানানো হয়। শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ নং গাড়িদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর কেয়ারটেকার আবু রায়হান রবি আরও বলেন শেরপুরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভেদাভেদ ভুলে শান্তির বাংলাদেশ গড়তে চাই এজন্য ভয়ের কিছু নেই আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকেন।
আমরা শান্তিময় সম্প্রীতির নিরাপত্তা ও সার্বিক বিষয় নিয়ে খোঁজ খবর নেওয়া হয়। এসময় উপস্থিতি ছিলেন গাড়িদহ ইউনিয়নের ৯ নং ওয়াডের জামায়াতে ইসলামীর সভাপতি মাসুদ রানা বাবুল, ইউনিট সভাপতি মোঃ নাসির উদ্দীন, সম্রাট, গাড়িদহ ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সালাম প্রমুখ।