এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি দক্ষিণ পূর্বপাড়া গ্রামে আবু হানিফ (৫৫) এর গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শি এবং পাড়া প্রতিবেশী’র মাধ্যমে জানা যায়। আবু হানিফা জিএমসি ডিগ্রি কলেজের অফিস সহায়ক, তার দুটি ছেলে ফরিদুল ইসলাম এবং আবু হাসেম পাশাপাশি দুটি ঘরে বসবাস করেন। গত মঙ্গলবার (১৪ই জানুয়ারি) রাত অনুমান ১১টার দিকে তার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।
শীতের রাতে বিষয়টি প্রাথমিক ভাবে ঘুমান্ত পরিবার আন্দাজ করতে না পারায় মুহুর্তে পাশাপাশি দুটি গোয়াল ঘরে আগুন লেগে যায়। ফলে গোয়াল ঘরে থাকা হাঁস মুরগী সহ ৩ টি ছাগল ও আসবাবপত্র ভস্মীভূত হয় এবং কৃষক আবু হানিফ সহ দুটি গরুর অধিকাংশ শরীর ঝলসে গেছে, এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক।
আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকার চেচামেচিতে গ্রামবাসীর সহযোগিতায় রাত্রি সাড়ে ১২ ঘটিকার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সংবাদ লেখা অবস্থায় কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের উপস্থিতির খবর পাওয়া যায়নি।

